নারায়ণগঞ্জের রূপগঞ্জে দখলে থাকা সরকারি জমি উচ্ছেদ অভিযান চালিয়ে সেই জমি দখলমুক্ত করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। এ সময় সরকারী জমির উপর নির্মিত ভবন ভেঙ্গে দেয়া হয়। বুধবার (৮ আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলার ভোলাব ইউনিয়ন পরিষদ সংলগ্ন আতলাপুর বাজারে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
জানা যায়, উপজেলার ভোলাব ইউনিয়নের প্রভাবশালী একটি মহল ভোলাব ইউনিয়ন পরিষদের মেইন গেইটের সামনে ১ নং খাস খতিয়ানের আওতাভুতক্ত দুই শতাংশ সরকারি জমি দখল করে ’আভিযাত্রিক সংসদ’ নামে একটি ক্লাবের ভবন নির্মান করেন। পরে ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিসে আগত লোকজন চলাচলের সমস্যা দেখিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে সরকারী জমি ছেড়ে দেয়ার জন্য ক্লাবের বরাবর নোটিশ জারি করা হয়। তাতে কোন কাজ না হওয়ায় বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারী জমির উপর নির্মিত ক্লাবটি ভেঙ্গে জমিটি দখল মুক্ত করেন । এসময় উপস্থিত ছিলেন, ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, তফসিলদার নজরুল ইসলাম, ইউপি সদস্য ফারুক মিয়া, এমরান হোসেন, বাদশা মোল্লা প্রমূখ।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, কোন অনুমতি না নিয়ে সরকারী জমি দখল করে যেকোন ভবন নির্মান করাটা অন্যায়। এলাকা থেকে লোকজনের অভিযোগের ভিত্তিতে তাদের নোটিশ দিয়েও কোন কাজ না হওয়ায় ক্লাবের ভবনটি ভেঙ্গে ফেলা হয়েছে।#