পদার্থের বিস্ময়কণা ‘হিগস বোসন’র আবিষ্কারক ব্রিটিশ বিজ্ঞানী পিটার হিগস (৯৪) মারা গেছেন।
এডিনবার্গ বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৮ এপ্রিল) তিনি মারা যান।
বিবৃতিতে বলা হয়, ‘পিটার হিগস ছিলেন মহান বিজ্ঞানী, যার কল্পনা ও ভাবনা আমাদের চারপাশ সম্পর্কে জ্ঞানকে সমৃদ্ধ করেছে। প্রায় পাঁচ দশক এডিনবরা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন হিগস। তিনি ছিলেন একজন সত্যিকারের প্রতিভাধর বিজ্ঞানী, যার দূরদর্শী চিন্তা ও কল্পনা এই বিশ্ব সম্পর্কে আমাদের ধারণাকে সমৃদ্ধ করেছে।’
পিটার হিগস তার তত্ত্বে বলেছিলেন, শনাক্ত হয়নি-এমন এক কণার কল্যাণেই মহাবিশ্বের সবকিছু ‘ভর’ পেয়েছে, আর ওই কণার কারণেই অটুট আছে মহাবিশ্ব।সেই তত্ত্ব বদলে দেয় বিজ্ঞানের গতিপথ। প্রায় অর্ধশতক পর আরেক যুগান্তকারী গবেষণায় প্রমাণ হয়, ‘হিগস বোসন’ কণা সত্যিই আছে।
২০১৩ সালে পদার্থবিদ্যায় নোবেল পান পিটার হিগস।
মুসাপুরে স্মার্ট কার্ড বিতরন শুরু
বন্দরে অত্যন্ত উৎসবমুখর মুসাপূর ইউনিয়ন ব্লকে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরনী শুরু হয়েছে। শনিবার (৪ আগষ্ট) সকাল ৯টায় থানার মুসাপুর...