বিশেষ প্রতিনিধি : রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
তাঁদের একজন পিকআপ ভ্যানচালক বাবুল চিশতী (৪৫), অন্যজন কবির হোসেন ব্যাপারী (৫০)। তাঁরা দুজনেই পিকআপ ভ্যানে ছিলেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবু সায়েম জানান, গতকাল রোববার দিবাগত রাত আনুমানিক পৌনে দুইটার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে একটি পিকআপ ভ্যান ইউটার্ন নেওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বাস রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাসের কোনো যাত্রী বা চালককে পাওয়া যায়নি। তবে পিকআপ ভ্যান থেকে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এসআই সায়েম বলেন, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক কবির হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে ভোর পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় পিকআপ ভ্যানচালক বাবুল চিশতীর মৃত্যু হয়।
পুলিশ জানায়, যে বাসটির সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়েছিল, সেটি তুহিন পরিবহনের। চাঁপাইনবাবগঞ্জ থেকে কক্সবাজারে আসা-যাওয়া করে।